গত ২৪শে ও ২৬শে এপ্রিল ভরসাস্থল “অবহেলিত শিশুদের সাথে ইফতার” ইভেন্ট আয়োজন করে।
ইভেন্ট-টি দুটি সেগমেন্টে বিভক্ত ছিল।প্রথম সেগমেন্টে ঢাকা আহসানিয়া মিশনের Children Learning Centre স্কুলে তারা ছাত্র-ছাত্রীদের জন্য বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করেছে। এই সেগমেন্ট শেষ হয় তাদের মাঝে পুরষ্কার এবং ইফতার বিতরণের মধ্য দিয়ে। তারা ১৮০জনের মাঝে খাবার বিতরণ করার মধ্য দিয়ে প্রথম সেগমেন্ট শেষ করে।দ্বিতীয় সেগমেন্টে তারা ২৮০ জন পথশিশু ও গরিব মানুষের মাঝে ইফতার বিতরণ করে এই সেগমেন্ট শেষ করে। সবসময়ই ভরসাস্থল তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্বারা সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষদের উন্নয়ন করে এসেছে।
ভরসাস্থলের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কাজী শামীম ফরহাদ স্যারকে তাঁর সহযোগিতার জন্য, এছাড়া আরো বিশেষ কয়েকজন ব্যক্তিকে যারা ভরসাস্থলের এ ইভেন্টে সহায়তা করেছে। সকলের সহায়তা পেলে তারা ভবিষ্যতে তারা আরো এরকম কাজ করার আশা ব্যক্ত করেছে।
– মোঃ মাহদীউল হক, বিশেষ প্রতিনিধি
