বিশ্বের যেকোন ক্রীড়া আসরগুলোতে বাংলাদেশের অর্জন খুব কমই বলা যায়। সেদিকে চ্যাম্পিয়ন হওয়া আরও দূরের বিষয়। তবে সেই অসম্ভব সম্ভব হয়েছে বির্তকের আসরে। বিশ্ব বিতর্কের আসরে সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২২ এর খেতাব অর্জন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। এটা বিশ্বের সকল বির্তাকিকদের জন্য বিশ্বকাপ। বাংলাদেশের পক্ষে থেকে প্রথমবারের মতো এই শিরোপা জিতলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল। বিতর্কের সবচেয়ে বড় এ প্রতিযোগিতার ফাইনালে এবারই প্রথমবারের মতো জায়গা করে নিলো দক্ষিণ এশিয়ার কোনো দল।
বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার ফাইনাল। ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং অ্যাটেনিয়ো দে ম্যানিলা ইউনিভার্সিটি। প্রতিযোগিতার ফাইনালে ‘ব্র্যাক এ’ এর ব্যানারে বিতর্ক করেন সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল। এটি বাংলাদেশি বিতার্কিকদের জন্য এক অনন্য ও ঐতিহাসিক অর্জন।
এ প্রতিযোগিতার ফাইনালে কোনো বাংলাদেশি দলের অংশগ্রহণ এবারই প্রথম। আর প্রথম অংশগ্রহণেই এ দুই বিতার্কিক এনে দিলেন অবিস্মরণীয় সাফল্য। তাদের এ সাফল্যে সবাই খুব আনন্দিত। বাংলাদেশের জন্যও এটি অনেক বড় একটি অর্জন।
– মোঃ মাহদীউল হক, বিশেষ প্রতিনিধি
