নিশ্চয়ই ভাবছো, পাগল নাকি! কেন জুতোতে কেনি আবার কফির মত গন্ধ হতে যাবে?
তবে, ফিনল্যান্ডের দুজন ব্যাক্তি এমনটাই কিছু করেছে।
চলো,একবারে শুরু থেকে জানা যাক।
ইউরোপের একটি দেশ ফিনল্যান্ডে। সেই দেশের হেলেনেস্কি শহরের দুই বন্ধু হলো সন এবং জেসি। তারা স্নিকার্স জুতোর পাগল। ২ জনেই স্নিকার্স জুতো পড়তে ভালোবাসে। এমন কি শত শত জোড়া সংগ্রহও করেছে।
আসলে, সবাই স্নিকার পছন্দ করে। হয়তো তুমিও খুব পছন্দ করো। এটা একটা আরামদায়ক জিনিস। ছেলে-মেয়ে, ছোট-বড় সবাই এটা পরতে পারে। যেকোনো সময় পরতে পারে। খেলাধুলা হোক কিংবা কোনো অনুষ্ঠান যেকোনো কাপড়ের সাথে যেকোনো সময় মানিয়ে যায় এই জুতো।
কিন্তু, স্নিকার্স তৈরি করার যে প্রক্রিয়া তাতে পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হয়।এক জোড়া স্নিকার্স তৈরি করলে প্রায় সাড়ে তেরো কেজির ও বেশি পরিমানে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। সন ও জেসি পরিবেশ রক্ষার সম্পর্কে বেশ সচেতন। তারা ভেবে দেখলো, তাদের এই প্রিয় জিনিসটা পরিবেশ ক্ষতির একটি বড় কারণ। তাই তারা চিন্তা ভাবনা করতে লাগলো কিভাবে তাদের শখের স্নিকার্সের পাশাপাশি পরিবেশও রক্ষা করা যায়।
তাই, তারা পরিবেশ বান্ধব ব্র্যান্ডের জুতো গুলো দেখলো। কিন্তু সেগুলো দেখতে স্টাইলিশ ছিলোনা।তারা বলে,যদি তাদের সেই জুতো থেকে লোগো সরিয়ে দেয়া হয় তবে সেই টেকসই জুতো গুলিতে কিছুই অবশিষ্ট থাকে না। স্নিকার প্রেমিক হিসাবে তারা এই জিনিসে সন্তুষ্ট না। তাই তারা পরিবেশ বান্ধব আকর্ষণীয় স্নিকার তৈরির জন্য গবেষণা শুরু করে। তারা প্রথমে ভেগান লেদার এবং তুলো দিয়ে চেষ্টা করে।কিন্তু তারা ব্যর্থ হয়।
একদিন তারা একটি কফি শপে কফি খাচ্ছিল। হঠাৎ তাদের মাথায় বুদ্ধি এসে গেল। কফিশপের বর্জ্য থেকে কি কিছু করা যায়?
যেই ভাবা সেই কাজ। তারা কফি শপ বিভিন্ন বাসা-বাড়ি থেকে কফির বর্জ্য সংগ্রহ করতে শুরু করে। তারা বেশ কিছুদিন পরীক্ষা-নিরীক্ষা করে। এবং অবশেষে তারা সফল হয়। তারা পুরানো ব্যবহৃত প্লাস্টিকের কাপগুলিকে পুনর্ব্যবহৃত করে এবং ছোট পলিমার বল তৈরি করে একে কফি গ্রাউন্ড বা গুড়ার সাথে মিশিয়ে দেয়। সেই মিশ্রণ থেকে তৈরি করে স্নিকার্স। পুনর্ব্যবহৃত পলিমার জুতাকে জলরোধী করে এবং এটি পা শুষ্ক রাখে। কফি গ্রাউন্ড পা জোড়াকে গন্ধহীন রাখতে সাহায্য করে। কফি গ্রাউন্ড পায়ের ঘাম থেকে সালফার শুষে নেয় যা দুর্গন্ধ সৃষ্টি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পরিবেশ-বান্ধব স্নিকার্সগুলি আরামের সাথে খুব আকর্ষণীয়। এভাবেই শুরু হয় তাদের কোম্পানি ‘ রেনস অরিজিনাল ( Rens Original) ‘
সন আর জেসি জানায়, বিশ্বে প্রতিবছর কফি শপ গুলো থেকে তিন মিলিয়ন টন বর্জ্য উৎপন্ন হয়। তারা তাদের এই পরিবেশ বান্ধব স্নিকার্স তৈরি করার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য থেকে পরিবেশকে সাহায্য করছে।
তারা দুইজনই ফ্যাশন ভালোবাসে। কিন্তু বেশিরভাগ ফ্যাশনই প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর। তারা এটি পরিবর্তন করতে চেয়েছিল এবং তারা সফল। সন ও জেসি বর্তমানে আরো কাজ করছে। পরবর্তীতে তারা তাদের পরিবেশ বান্ধব হুডি চালু করছে। সুতরাং তারা এটি প্রমাণ করেছে, ফ্যাশনের জন্য পরিবেশের ক্ষতি করা জরুরি না। চাইলেই বিকল্প অনেক ব্যাবস্থা আছে৷ তোমাকে শুধু অনুসন্ধান করতে হবে৷ কারণ এই প্রকৃতি ও পরিবেশ আমাদেরই প্রয়োজন সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য।
আচ্ছা, আমি এখনও আমার উত্তর পাইনি
তোমার পায়ের জুতো জোড়ায় যদি কফির মত গন্ধ হয় কেমন হবে?
– সাবরিনা মোহাম্মদ আমিন,শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান
-দুরন্ত প্রতিনিধি





