“হে নবীন, এসো আলোর মিছিলে”এই প্রতিপাদ্যে চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (সম্মান) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে সহকারী অধ্যাপক সীমা শাহরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ জনাব আ ন ম সরোয়ার আলম।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।বিভাগগুলো প্রবীণ শিক্ষার্থীরা ফুল ও মানপত্র প্রদানের মধ্য নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেয়।
অরিয়েন্টেশন অনুষ্ঠান’টি সঞ্চালনা করেন প্রবীণ শিক্ষার্থী এমদাদ ও অমিতা বড়ুয়া।
-সৈয়দ আবুল হাসনাত জিসান, দুরন্ত প্রতিনিধি।